মদনপুরে ট্রাকের ধাক্কায় আল বারাকা হাসপাতালের এমডিসহ আহত-২
13, June, 2016, 12:46:22:AM
স্টাফ রিপোর্টার : বন্দরে বেপরোয়াগামী ট্রাকের ধাক্কায় আল বারাকা হাসপাতালের ডাইরেক্টরসহ ২জন আহত হয়েছে। গতকা রোববার বিকেলে থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের গুরুতর অবস্থায় আলবারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপস্থিত জনতা ট্রাকটিকে ধাওয়া করলেও আটক করতে ব্যার্থ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়,মদনপুর ইসলামিয়া মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত আল বারাকা হাসপাতালের ডাইরেক্টর সালাউদ্দিন ও একই হাসপাতালের চিকিৎসক ডাঃ আমির হোসেন প্রয়োজনী কাজ শেষে হাসপাতালের উদ্দেশ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসষ্ট্যান্ডের উত্তর প্রান্ত হতে দক্ষিণ প্রান্তে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা অজ্ঞাতানামা একটি মালবোঝাই ট্রাক আচমকা ধাক্কা দিলে সালাউদ্দিন ও ডাঃ আমির হোসেন প্রায় ২০ গজ দূরে ছিঁটকে পড়েন। এতে তারা মারাতœক আহত হন। এ সময় স্থানীয় জনতা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আল বারাকা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।