তরুন প্রজন্মের দিকনির্দেশক গাছা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী মোঃ শহীদুজ্জামান সুমন( বি.বি.এ)
25, October, 2022, 7:19:27:AM
তানজিলা ইসলামঃ আসন্ন ৫ ই নভেম্বর গাজীপুর মহানগর গাছা থানা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে গাছা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তরুন সমাজের রোল মডেল হাজী মোঃ শহীদুজ্জামান সুমন কে নিয়ে এলাকার নেতা কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সম্মেলন হতে চলেছে এতে করে গাছা থানা এলাকার চায়ের দোকান পাড়া-মহল্লার অলিগলি হোটেল রেস্তোরা সহ বিভিন্ন অঙ্গনে গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দের নিয়ে ব্যাপক আলোচনা চলছ। সাধারণ সম্পাদক পদপ্রার্থী দের মধ্যে যিনি আলোচনায় শীর্ষ স্থানে রয়েছেন তিনি হলেন বীর মুক্তিযুদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আলহাজ্ব আস্কর আলী বি.এস.সি সাহেবের সুযোগ্য সন্তান হাজী মোঃ শহীদুজ্জামান সুমন (বি. বি.এ) যোগ্য পিতার যোগ্য সন্তান হাজারো যুবকের নয়নের মনি এলাকার জনগনের আস্তাভাজন সকলের প্রিয় মুখ।এযাবতকাল তিনি সৎ ও নিষ্ঠার সাথে বিগত দিনে সমস্ত মিছিল-মিটিং সহ দলের দিকনির্দেশনায় নিষ্টার সহিত সকল কর্মকান্ড পালন করে আসছেন। এমনকি লোক মুখে যানা যায়, হাজী মোঃ শহিদুজ্জামান সুমন এলাকার গরিব দুঃখী অসহায় মানুষকে খাদ্য বস্ত্র অর্থ শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিপদে-আপদে গরীব দুঃখী মানুষের পাশে সব সময় আছেন এবং ছিলেন। বিগত দিনে বহু সামাজিক কর্মকান্ড এবং সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে সমাজ সেবা করে যাচ্ছেন। তিনি কুনিয়া সুরুজ আলি রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা ও বাইতুর জমিলা জামে মসজিদের সার্বিক তত্ত্বাবধায়ক ও মোতাওয়াল্লী, কুনিয়া শান্তিনগর জামে মসজিদের সহ-সভাপতি হিসেবে নিষ্ঠা ও সততার সহিত দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে ৫ ই নভেম্বর গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে সকল নেতৃবৃন্দের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।