রাজধানীর পূর্ব রামপুরায় গুলির ঘটনায় আহত ঠিকাদার বাসাই ফকিরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তাকে গুলি করার ঘটনায় নূরা নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দু’টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সোমেন বড়–য়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঠিকাদারকে গুলি ও অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর সময় নূরা নামের একজনকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ। আটক ব্যক্তি স্থানীয় সন্ত্রাসী বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়িবাজার দূরবীন ক্যাবলের অফিসের সামনে বাসাই ফকির (২৬) নামে এক স্যানেটারি ব্যবসায়ী ঠিকাদারকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ওই ঠিকাদারের বুকে গুলি লাগে। একইসময়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি করা হয়। গুলিবিদ্ধের চাচা আবদুল জলিল বলেন, গুলিবিদ্ধ বাসাই ফকির স্যানেটারির ঠিকারদার। তবে কে বা কারা তাকে গুলি করেছে তা এই মুহূর্তে বলতে পারছি না। ঢামেক হাসপাতালের সহকারী ক্যা¤প ইনচার্জ সেন্টু চন্দ্র দাশ জানান, আশঙ্কাজনক অবস্থায় ওই ঠিকাদারকে ভর্তি করা হয়।