আড়াইহাজারে মশারি মিলর্স ভাংচুর ও আগুন ক্ষতির পরিমান কোটি টাকার অধিক
11, June, 2016, 2:24:37:AM
আড়াইহাজার(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালির হাট এলাকার বুনাফাইট নিটিং মিলর্স (মশারি মিল) এ শ্রমিক নির্যাতনকে কেন্দ্র করে গত কাল বুধবার বেলা ১২টার দিকে ৩/৪ গ্রামের হাজার হাজার জনগন মিলিত হয়ে মিলে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি করেছে। ক্ষতির পরিমান জানা যায়নি । এলাকা বাসি ও পুলিশ সূএে জানা যায়, গত ৫ জুন রোজ রবিবার রাত ৮টার দিকে মিলের ম্যানেজার মোঃ জহির ও সুপারভাইজার মোঃ রাজিব দুই জনে মিলের সুতা নষ্ট করার অভিযোগে মিলের ৫ শ্রমিক যথা ক্রমে মোঃ পারবেস(২১) মোঃ আহাম্মেদ (১৮) মোঃ সিয়াম (১৪) ইব্রাহীম (২৩) নবীহোসেন(২০) কে মিলের একটি কক্ষে আটক করে কাঠের লাটি দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে। আহতদের অভিভাবকরা মুচরেখা দিয়ে উদ্ধার করে উপজেল স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ইব্রাহীমকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। বাকিদের ভর্তি করে চিক্যিসা দেয় । বুধবার বেলা ১২টার দিকে কে বা কারা প্রচার করেছে ঢাকা মেডিকেলে ইব্রাহিম মারা গেছে । এই গুজব শুনে ৩/৪ গ্রামের জনগন একযোগে মিলে হামলা ,ভাংচুর, অগ্নিসংযোগ করে। পুলিশ সংবাদ পেয়ে গটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়োতনে আনে। মধাবদী থেকে ফায়ার সাভিসের একটি টিম দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিবাতে সক্ষম হয় । আড়াইহাজার থানার ওসি সাখওয়াত হোসেন ঘটনার সত্যতা সিকার করেছেন। এ রিপোট লিখা পযন্ত ক্ষয় ক্ষতির পরিমান জানা যায়নি।