জানুয়ারিতে গুপ্ত হত্যার শিকার ১২ জন : মানবাধিকার কমিশন
1, February, 2016, 12:06:50:PM
স্টাফ করেসপন্ডেন্ট:
জানুয়ারি মাসে মোট হত্যার শিকার হয়েছেন ১৪৮ জন। গড়ে প্রতিদিন হত্যাকাণ্ড ঘটেছে পাঁচটি। এই সময়ে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ১২ জন। মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ধরনের হত্যাকাণ্ড ইঙ্গিত করে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। কমিশন এই হত্যাকাণ্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের দায়িত্ববান হওয়ার দাবি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থার গতিশীল কার্যক্রমের মাধ্যমে হত্যাকাণ্ড কমিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে পরিবহন দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪৫ জন, আত্মহত্যা করেছেন ২২ জন। এই সময় ধর্ষণের শিকার হয়েছে ৩৩ জন, যৌন নির্যাতনের শিকার আটজন। এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন দুইজন। আর যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন তিনজন।