স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে পুলিশের সাঁড়াশি অভিযানে কথিত এক জেএমবি ও ১১ জামায়াত কর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে সদর উপজেলার চাপড়ি গ্রাম থেকে ১টি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার রাত ১২টার পর থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এদিকে শাহীন মোহাম্মদ কিংকং নামে এক জেএমবি সদস্যকে পুলিশ আটকের দাবী করছে। কিংকং ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেফতার হন। কিšু‘ তার বিরুদ্ধে আদালতে শক্ত কোন অভিযোগ প্রমান করতে না পারায় জামিনে মুক্ত হয়ে আসেন। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রাম থেকে নাজমুল গাজী নামে এক যুবকের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে সদর উপজেলা থেকে ৮ জন, কালীগঞ্জ থেকে ৭ জন, মহেশপুর থেকে ৭ জন, কোটচাঁদপুর থেকে ৬ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন ও শৈলকুপা উপজেলা থেকে ৩ জনকে আটক করা হয়েছে। ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সাঁড়াশি অভিযানে বিভিন্ন স্থান থেকে ৩৬ জনকে আটক করা হয়ছে। এদের মধ্যে জেএমবি সদস্য ১ জন, জামায়াতের ১১জন ও বিভিন্ন মামলায় ২২ জন রয়েছে।