বন্দরে পেটের ব্যাথা সইতে না পেরে বৃদ্ধার আতত হত্যা
13, June, 2016, 12:49:9:AM
স্টাফ রিপোর্টার : বন্দরে পেটের ব্যাথা সইতে না পেরে হালিমা খাতুন(৫৫) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস লাগিয়ে আতত হত্যার করেছে। গত শনিবার রাতে থানার দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। আতত হননকারী হালিমা ওই এলাকার দিনমজুর সুরুজ মিয়ার স্ত্রী। বৃদ্ধার একমাত্র মেয়ে শিল্পী আকতার জানান,তার মা হালিমা খাতুন দীর্ঘ দিন পেটের ব্যাথা ভুগছিলেন। শনিবার তার বাবা সুরুজ মিয়া মসজিদে নামাজ আদায় করতে যায়। এ সময় তার মা পেটের ব্যাথা সইতে না পেরে ঘরের আড়াঁর সাথে ওড়না বেধে গলায় ফাঁস লাগিয়ে আতত হত্যা করে। নামাজ পড়ে ঘরে ফিরে সুরুজ মিয়া স্ত্রী’র ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে আশ পাশের লোকজন জড়ো হয়ে বৃদ্ধার মরদেহ নিচে নামায়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ সকালে ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।