চলতি বছরের প্রথম মাসে রাজধানীসহ সারা দেশে ৭০ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। আর নির্যাতনের শিকার হয়েছে ৪১৬ জন নারী ও কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের হয়েছেন ৮৪ জন এবং বাল্য বিয়ের শিকার হয়েছে ২৮ জন। মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্যাতিত নারী ও কন্যাশিশুর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ৭ জন আর ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১১ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ৯ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছে ৮ জন। এতে বলা হয়, অ্যাসিড ও অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে ১৬টি। আর অগ্নিদগ্ধের ঘটনায় মারা গেছে ৯ জন। নারী ও কন্যাশিশু পাচার ও পতিতালয়ে বিক্রির ঘটনা ঘটেছে ৭টি। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ৩৭ জন। এদের মধ্যে হত্যা করা হয়েছে ২০ জনকে। নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার করেছে ২১ জন এবং ৩৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।