স্টাফ রিপোর্টার : বন্দরে সোহাগ(২৮)নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে নগদ সাড়ে ৩হাজার টাকা,মোবাইল সেট ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে ইয়াবা ব্যবসায়ী মঈনুল। গতকাল শুক্রবার রতে থানার উত্তর লক্ষণখোলা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত সোহাগকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহতে পারিবারিক সূত্র জানায়,উত্তর লক্ষণখোলা দালাল বাড়ির মসজিদ এলাকার মৃত হাজী হাকিম মিয়ার ছেলে সোহাগ শুক্রবার রাত সাড়ে ৮টায় নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। মসজিদের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই এলাকার আলী আকবর মিয়ার ছেলে মঈনুল তার গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী মঈনুল তার কোমড়ে থাকা ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী সোহাগকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। সোহাগের ডাক চিৎকারে আশা পাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসী মঈনুল দ্রুত সটকে পড়ে। পরে আহতকে গুররুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ৩শ’ শয্যা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।