দিনাজপুর ফুলবাড়ীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ আটক৮
16, May, 2016, 3:31:14:AM
মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী সহ ৮জনকে আটক করেছে। গত-১৫ই-মে-১৬ইং রবিবার গভীর রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি, মাদক বিক্রেতা, মাদক সেবনকারী সহ ৮জনকে আটক করেছে ফুলাড়ী থানা পুলিশ। ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, গত রবিবার গভীর রাত্রিতে কানাহার ডাঙ্গা গ্রামে মৃত নূর মোহাম্মদ এর পুত্র জামাল হোসেন (২২), পশ্চিম গৌরিপাড়া গ্রামের মৃত নছিম উদ্দিন এর পুত্র শুভ (২০), রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছানার উদ্দিন এর পুত্র মোঃ আনোয়ারুল (৩০), চকচকা গ্রামের মৃত জব্বার আলীর পুত্র মোঃ মঞ্জুরুল (২৮), নূরপুর শমসের নগর গ্রামের মৃত আফতাব উদ্দিন এর পুত্র মোঃ খোরশেদ আলম (৪৫) কে মাদক সেবনের দায়ে আটক করেন। তাদের পৃথক পৃথক ভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। অপরদিকে শিবনগর ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত লক্ষীরাম মূর্মুর পুত্র শ্রী বিধান মূর্মু (৪০), মাদক বিক্রেতা ওয়ারেন্ট ভুক্ত আসামি যাহার মামলা নং-জিআরনং৬৫/১৫, মাদিলাহাট কাঁসাপুকুর ফরিদাবাদ গ্রামে তছির উদ্দিন এর পুত্র ওবায়দুল (৪২) কে মাদক বিক্রয়ের দায়ে যাহার মামলা নং -জিআর নং /১৬৫/১৫ ও খয়েরবাড়ী ইউনিয়নের পলিপাড়া গ্রামের মোঃ আব্দুল হালিমের স্ত্রী মোছাঃ মুক্তি আরা (৩০) কে খুনের মামলায় আটক করে, যাহার মামলা নং-৮, তারিখ- ১৩/০৫/২০১৬ ইং, ধারা-৩০২, । ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলী জানান, আইন শৃঙ্খলা রক্ষার্থে সব রকম অভিযান অব্যাহত থাকবে।