তিনগাঁওয়ে জামায়াতে ইসলামীর ২ সক্রিয় সদস্য গ্রেফতার
14, June, 2016, 3:20:9:AM
স্টাফ রিপোর্টার : গত সোমবার সকালে বন্দর থানা পুলিশ থানার তিনগাঁও এলাকায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। সাঁড়াশী অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হেেচ্ছ বন্দরের তিনগাঁও এলাকার আব্দুর রহমানের ছেলে কদমরসুল বিশব বিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র হেলাল(২২) ও একই এলাকার তিনগাঁও উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল ওহাব। ধৃতদের মধ্যে হেলাল শিবিরকর্মী ও ওহাব জামায়তের সক্রিয় নেতা। ধৃতদের সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।