তুমি-আমি লেখক,রাজু আহমেদ তুমি তৃষ্ণার কালো মেঘ আমি সাগরের নীল জল, আমার জলেই তোমার দুচোখ শুধু করে ছলোছল। তুমি চৈত্রের খরতাপ যদি আমি চৈতালি হাওয়া, তপ্ত মনের মেঠো পথ ধরে সারাক্ষণ আসা যাওয়া। তুমি মুক্তো যে শিশিরের ঘাসে আমি কুয়াশার ভোর, আমার আকাশে সূর্যের রাগে এসেছিলে তুমি চোর। তুমি ভাসো হায় যমুনার স্রোতে উথাল-পাথাল মন, আমি একা একা নদীকূলে বসে চেয়ে থাকি অনুক্ষণ। দুজনার প্রাণে মনের গহীনে বাজে কৃষ্ণের বাঁশি, অবিরাম বলে—আমরা দুজন ভালোবাসি ভালোবাসি