মাহবুবু মনি,ডেমরা: ডেমরায় ৫২ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহিম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত গভীর রাতে ডেমরার গলাকাটাপুল এলাকা থেকে ইয়াবা বিক্রির তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রহিম নোয়াখালীর বেগমগঞ্জ থানার রাজেন্দ্রপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে। সে সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ এলাকায় বসবাস করত। এ বিষয়ে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।