বন্দরের বুরুন্দিতে প্রতিবাদ সামবেশে এলাকাবাসী কুখ্যাত এ মাদক সন্ত্রাসী দিওয়ানকে ধরিয়ে দিলে ৩০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে
17, June, 2016, 9:48:39:PM
স্টাফ রিপোর্টার : বন্দরে প্রবাস ফেরত যুবক দিপুকে কুপিয়ে হত্যার চেষ্টাকারী কুখ্যাত মদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রিদওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে বুরুন্দী এলাকাবাসী। গতকাল শুক্রবার বাদ জুম্মা বুরুন্দী ঈদগাহ’র ময়দানে ওই প্রতিবাদ কর্মসূচী পালণ করা হয়। বুরন্দি দক্ষিণ পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ মোসলেহউদ্দিন মেম্বার,আলহাজ্ব আবু হানিফা সেক্রেটারী,হাজী মোঃ সাহাবুদ্দিন,বুরন্দি উত্তর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মোহাম্মদ সেলিম,হাজী মোঃ ওবায়দুল হক,হাজী মেঃ আব্দুল মান্নান,মোঃ সামসুদ্দিন,মোঃ গোলাম মোস্তফা,মোঃ জহিরুল ইসলাম,মোহাম্মদ সুমন,মোঃ শাহজাহান,মোঃ নাজিমউদ্দিন,মেঃ স্বপন,মোঃ আরিফ,মোঃ হৃদয়,মোঃ উজ্জল,মোঃ সজিব,মোঃ,সাফি সুমন মিয়া,সৌদী রকমান,মোঃ আবুল হাসেম মাষ্টার ও মোঃ ওয়াসিমসহ এলাকার সর্বস্তরের লোকজন। সমাবেশে বক্তারা বলেন,সন্ত্রাসী মাদক ব্যবসায়ী রিদওয়ান বুরুন্দী এলাকার কীট। তার মতো নরঘাতকের বুরুন্দীতে থাকার অধিকার নেই। প্রশাসন তাকে অনতিবিলম্বে গ্রেফতার না করলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করবো। কুখ্যাত এ মাদক সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পারলে ৩০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। আমরা ভয়ংকর মাদক সন্ত্রাসী রিদওয়ানের ফাঁসি চাই। যতক্ষণ না সন্ত্রাসী দিওয়ান ধরা না পড়বে ততক্ষণ পর্যন্ত আপনারা রিদওয়ানের পরিবারের কারো সঙ্গে কোনভাবেই সম্পর্ক রাখবেননা। তাদেরকে এড়িয়ে যাবেন। আর যদি ওর পরিবার ওকে ধরিয়ে দেয় পুলিশের হাতে তাহলে ওই পরিবারে প্রতি আমাদের কোন অভিযোগ থাকবেনা। সূত্র মতে, বুরুন্দী এলাকার মৃত সোনা মিয়ার প্রবাস ফেরত ছেলে দিপু গত ১৪ জুন রাত ৯টায় পার্শ্ববর্তী সুচিয়ারবন্দ এলাকা হতে বাড়ি ফেরা পথে ওই এলাকার মাসুম মিয়ার ছেলে রিদওয়ান পূর্ব শত্রুতার জের ধরে তার কোমড়ে লুকায়িত ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় ও পেটে আঘত করে। অস্ত্রাঘাতে দিপুর পেটের ভূঁড়ি বের হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আশ পাশের লোকজন আহত দিপুকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ব্যাপারে দিপুর চাচা আলী আহাম্মদ বাদী হয়ে ওইদিন রাতেই বন্দ থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ২৫(০৬)২০১৬ইং।