চলছে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "ফটো কনটেস্ট"
19, February, 2022, 11:29:15:PM
চলছে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "ফটো কনটেস্ট" #_Notunbazar(দৈনিক নতুন বাজার ফেসবুক গ্রুপে ফটো_কনটেস্ট ২০২২ #ফটো_কনটেস্ট প্রতিযোগিতায় অংশ গ্রহণের নিয়মাবলি। √কনটেস্টের বিভাগ হবে ২টি - ১.#ফটো_কনটেস্ট_দৈনিক নতুন বাজার 71 ডট কম ফেসবুক গ্রুপে বা জেকেও অংশগ্রহণ করতে পারবেন ২. #ফটো_কনটেস্ট_ দৈনিক নতুন বাজার 71 ডট কম এর প্রতিনিধি অংশগ্রহণ করতে পারবেন। ছবি অবশ্যই শহীদ মিনারের সামনে হতে হবে। √অবশ্যই ক্যাপশনে যে বিভাগে অংশ নিবেন তার হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে। #ফটো_কনটেস্ট_NotunBazar( দৈনিক নতুন বাজার) #ফটো_কনটেস্ট_Notunbazar(দৈনিক নতুন বাজার)প্রতিনিধি এই লেখাটা বোল্ড / হ্যাশ ট্যাগ করে লেখা থাকতে হবে। √এডিট করা কোন ছবি গ্রহনযোগ্য হবে না। √প্রতিযোগিতা (২১ ফেব্রুয়ারি সকাল ৬ টা থেকে ) রাত ১১.৫৯ টা পর্যন্ত ছবি আপলোড চলবে। পরবর্তী ২৪ ঘন্টা মানে ২২ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ পর্যন্ত লাইক ও কমেন্ট চলবে। • একজনে ১ টাই ফটো দিতে পারবে। • একক বা গ্রুপ ছবি দেয়া যাবে। • সঠিক নিয়মে সর্বোচ্চ লাইক ও কমেন্ট এর ভিত্তিতে ৩ জনকে পুরস্কৃত করা হবে (২ বিভাগেই)। কমেন্টের জন্য পয়েন্ট থাকবে। • ছবি যিনি পোষ্ট করবেন ছবিটি উনার নিজের হতে হবে। • হ্যাশ ট্যাগ ব্যবহার করার পর নিজের ইচ্ছামত ক্যাপশন ব্যবহার করতে পারবেন। • ছবিটি আমরা নির্বাচন করবো নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ লাইক ও কমেন্ট ভিত্তিতে। • এখানে সকলেই অংশ নিতে পারবেন। • দৈনিক নতুন বাজার 71 ডট কম ফটো কনটেস্ট এ পাবলিক গ্রুপের যেকোন সদস্য অংশ নিতে পাবেন। • নির্দিষ্ট টাইমের আগে কিংবা পরে ছবি পোষ্ট করলে গ্রহনযোগ্য হবেনা। • বিজয়ী ০৩ জন কে ২১ কার্য দিবসের মাঝে পুরষ্কার পাঠিয়ে দেওয়া হবে। পোস্ট অফিসের মাধ্যমে। বিঃদ্রঃ ক্যাপশনে # যুক্ত লেখাটা বোল্ড করে লেখা না থাকলে ঐ ফটো পোস্ট বাতিল বলে গণ্য হবে। কোন প্রকার অটো-লাইক অটো কমেন্ট গ্রহণযোগ্যতা পাবে না। বিঃদ্রঃ পরিচালনা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। পরিচালনা কমিটির নামের তালিকা এম এ মান্নান সম্পাদক ও প্রকাশক দৈনিক নতুন বাজার 71 ডট মোঃ মুশিদুল আলম সহ সম্পাদক, মোঃ আবু ইউসুফ আলী মন্ডল বার্তা সম্পাদক, শারমিন আক্তার সহকারী বার্তা সম্পাদক মোঃ সবুজ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি, মোঃ মিজানুর রহমান নারায়ণগঞ্জ প্রতিনিধি।