স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে পুরোহিত হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে দাবী করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শীর্ষ নিউজকে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ঝিনাইদহ সদর উপজেলার কোরাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। সেই সাথে হত্যার মোটিভ এবং ক্লু উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে জড়িতদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান তিনি। তবে তিনি দৃঢ়তার সাথে বলেন, অচিরেই তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।’
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষারভাগাড় বিলে আনন্দ গোপাল গাঙ্গুলী ওরফে নন্দকে (৭০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আনন্দ গোপাল সদর উপজেলার কোরতিপাড়া গ্রামের মৃত সত্য গোপালের ছেলে। এ হত্যাকাণ্ডের পর আইএস এর নামে দায় স্বীকার করা হয়।
বুধবার ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, এ ঘটনার সাথে আইএস এর কোন যোগসুত্র নেই। বাংলাদেশে আতংক ছড়াতেই আইএস এর নামে বিবৃতি দেওয়া হচ্ছে। আর ঘটনার দিন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেছিলেন, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত হত্যার সাথে নিঃসন্দেহে জঙ্গি সংগঠন জড়িত।