কলমেসানজিদা রসুল বন্ধু বন্ধু মানেই- হাসি আর হৈচৈ বন্ধু মানেই সব অভিমান ভুলে আবার একসাথে হই। বন্ধু মানেই খোলা জানালা যেখানে উঁকি দিয়ে নীল আকাশ ছুঁই, বন্ধু মানেই দখিনা হাওয়া সেখানে চঞ্চল হাওয়ায় মাতোয়ারা হই। বন্ধু মানেই সুখ আর দুঃখের আলাপচারিতা বন্ধু মানেই অন্তরঙ্গতা- যেখানে ছোট ছোট সুখ আর দুঃখের ভাগাভাগি করা। বন্ধু মানেই স্বার্থহীন ভাবে একসাথে পথচলা সব সময় পাশে জরিয়ে রাখা, বন্ধু মানেই নিবিড় বন্ধনে আবদ্ধ থাকা।