আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলী উপজেলা পৌর যুবদলের সভাপতি মো: কামরুজ্জামান খোকন তালুকদার শনিবার রাতে ২০ গ্রাম গাাঁজা সহ গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। রবিবার সকালে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ জানায়, শনিবার রাত ১০ টার দিকে আমতলী সদর রোডে অবস্থিত সরকারী ডিগ্রী কলেজের সামনে থেকে এস আই শহীদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ আমতলী উপজেলা পৌর বিএনপির সভাপতি মো: কামরুজ্জামান খোকন তালুকদারকে ২০ গ্রাম গাঁজা সহ আটক করে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, খোকনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে তাকে কোর্টেও মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।