আবু ইউসুফ আলী মন্ডল চিফ রিপোর্টার দৈনিক নতুন বাজার।
শূন্যস্থান যতো ভরে গেছে বসন্ত বাতাসে; গোপন গভীরতার নামে কোন কালক্ষেপণ নয় মুঠো ভরে গুজে দিবো ফাগুনের আগুনমাখা ফুল। সময়ের অস্থিরতা বসন্তের ফুলে হয়েছে থিতু! আফসোসের নখগুলো কেটেছেঁটে রঙ তুলিতে আঁকিয়েছি কোমলতা টের পাবে সহসাই! সহস্র বসন্ত পেরুলেও ঘ্রাণ নিও বহুবার বহুরূপে।