স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৪ জামায়াত কর্মীসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) ভোরে এ অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশ।
আটকরা হলেন- মহেশপুর উপজেলার সামছুল হকের ছেলে তাহের আলী (৩২), নূর আলীর ছেলে আনছার আলী (৫৫), ফরিদ মন্ডলের ছেলে আকামত হোসেন (৪৫), তোফায়েল মোল্লার ছেলে ফারুক হোসেন (৩০), সালাউদ্দীনের ছেলে আব্দুর রহিম (২৫), আসলাম হোসেন (৩৫) ও কামাল হোসেনসহ (৪৫) ২৭ জন। তবে তাৎক্ষণিকভাবে আটক সবার নাম জানা যায়নি।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিককে আটকের বিষটি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।