উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত।
20, February, 2021, 2:40:27:AM
। আরিফ রববানী ময়মনসিংহ।। বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯শে ফেব্রুয়ারি সকালে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দাস্থ শাপলা কমিউনিটি সেন্টারে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে-বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রস্তাবিত জনবল কাঠামো (অর্গ্রানোগ্রাম) বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির নেতৃবৃন্দ। তারা বলেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মাঠ পর্যায়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও) করোনাসহ যেকোনো দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান তালিকা প্রণয়নসহ মুজিব বর্ষে হতদিরদ্র মানুষের জন্য বরাদ্ধকৃত গৃহনির্মাণ প্রকল্পের স্বচ্ছ তালিকা করা থেকে শুরু করে কাজের সার্বক্ষণিক তদারকির লক্ষেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও) দিন-রাত কাজ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারা। এ বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক বলেন, করোনার ভয়ভীতি উপেক্ষা করে অধিদফতর থেকে জেলা প্রশাসনের মাধ্যমে বরাদ্দকৃত জিআর চাল, নগদ অর্থ ও শিশু খাদ্য উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বরাবর উপবরাদ্দ প্রদান করা হয়। অতঃপর অপারেশন ম্যানুয়াল অনুসারে ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটির মাধ্যমে কর্মজীবী কর্মহীনদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে প্রতিটি পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজ বাস্তবায়ন করেছি। আর তা যেন সঠিকভাবে বিতরণ হয় এজন্য পিআইওদের সরেজমিনে উপস্থিত হয়ে কার্য সম্পন্ন করতে হয়। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির সাধারণ সম্পাদক,মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা যে সকল কাজ বাস্তবায়ন করছি তা সুপারভিশনের জন্য আরও জনবল প্রয়োজন। যে কোন কাজ যত বেশি পরিদর্শন করা হবে ততবেশি কাজের মান ও অগ্রগতির হার সন্তোষজনক হবে। তাই প্রস্তাবিত জনবল কাঠামো (অর্গানোগ্রামটি) বাস্তবায়ন হলে জনবল সংকট কাটিয়ে এ মন্ত্রণালয়ের প্রতিটি জনবান্ধব কাজ আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পূর্ণ করা সহজ হবে। তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ পাশ হওয়ার সঙ্গে সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন অধিদফতর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এক হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর গঠিত হয়। ওই আইনে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অতি দ্রুত অর্গানোগ্রাম বাস্তবায়নের প্রয়োজন। সম্মেলনে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক,মোঃ আনোয়ার হোসেন সহ-সভাপতি মুহম্মদ মুবিনুর রহমান , মীর মোর্শেদ রানা, কোষাধ্যক্ষ মহিদুল ফারুক রিপন,যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ শরিফুল ইসলাম শাকিব, নির্বাহী সদস্য মোঃ বোরহান উদ্দিন,সহ ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাসহ ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার গণ ।