মদনপুরে পরাজিত মেম্বার প্রার্থী আবুল কাশেম ও তার সমর্থকদের বিরুদ্ধে কুচক্রি মহলের অপপ্রচারের অভিযোগ
11, June, 2016, 2:21:49:AM
স্টাফ রিপোর্টারঃ বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। আর উক্ত নির্বাচনে অত্র ইউপি’র ২নং ওয়ার্ডে সামান্য ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেন মেম্বার প্রার্থী আবুল কাশেম। আর সে থেকেই বিজয়ী প্রার্থী শফিকুর রহমান ও তার সমর্থকরা ক্রমেই পরাজিত প্রার্থী আবুল কাশেম ও তার সমর্থকদের বিরুদ্ধে সমানে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এমনকি কিছু স্থানীয় পত্রিকায় ভ্রান্ত খবর প্রকাশ করার মাধ্যমে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে হেয় প্রতিপন্ন করার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আবুল কাশেম এ প্রতিবেদককে জানান যে, ‘জয়-পরাজয় নির্বাচনের একটি অংশ। অথচ আমার প্রতিপক্ষ শফিক বা তার সমর্থকরা সমগ্র এলাকায় অপপ্রচার চালাচ্ছে এবং স্থানীয় কিছু পত্রিকায় লিখা হয়েছে যে, আমি নাকি অত্র অঞ্চলের সম্মানীত ব্যক্তি মোয়াজ্জেম হোসেন ভূঁইয়াকে নির্বাচনের বিষয়ে ৬০ হাজার টাকা দিয়েছি এবং পরাজিত হওয়ায় তার কাছ থেকে ৩০ হাজার টাকা ফেরত নিয়েছে এবং বাকিটা ফেরত নিব। তাছাড়া মোবারক হোসেন ভূঁইয়া নামক অপর সম্মানীত ব্যক্তিকে টাকা ফেরত দেবার জন্য চাপ দিচ্ছি এবং তার টাকা ফেরত দেবার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে আমার অভিমত এটি একটি নিছক গুজব ও কল্পনাপ্রসূত। আমাকে, মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া ও মোবারক হোসেন ভূঁইয়াকে হেয় প্রতিপন্ন করার এটি একটি ব্যর্থ চেষ্টা। সমাজে আমাদের ছোট করার জন্য এটি কুচক্রি মহল উদ্দেশ্যপ্রণোদীত ও ষড়যন্ত্রমূলকভাবে জাতির বিবেক সাংবাদিক বন্ধুদেরকে মিথ্যে তথ্য দিয়ে খবর প্রকাশ করিয়েছে। মূলত তাদের ২ জনের সাথে আমার কোন আর্থিক লেনদেন হয়নি এবং অর্থ ফেরত নেবার কোন প্রশ্নই উঠেনা। এ ধরণের অপপ্রচার সম্পূর্ণভাবে বানোয়াট বলে আমি মনে করি, তার পাশাপাশি এ ধরণের অপপ্রচার থেকে সরে এসে কুচক্রি মহল সম্মানীত ব্যক্তিদেরকে সম্মান দেখাবেন বলে আশা করি’।