বন্দরে মাদক ব্যবসায়ী’র বাড়ি থেকে ৯০পিছ ইয়াবা উদ্ধার
14, June, 2016, 3:19:37:AM
স্টাফ রিপোর্টার : বন্দরের কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটনের বাড়িতে অভিযান চালিয়ে ৯০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। তবে অল্পের জন্য পালিয়ে রক্ষা পায় লিটনসহ তার ২ সহযোগী মিজাান ও শামীম। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, দক্ষিণ লক্ষণখোলা এলাকার হক বেপারীর ছেলে লিটন,শহীদুল্লাহ মিয়ার ছেলে শামীম ও নূর মোহাম্মদ মিয়ার ছেলে মিজান দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের রমরমা বানিজ্য চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় রোববার দিবাগত রাত ১০টায় বাড়ি সামনে অবস্থান করে বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্লেখিতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল হতে পরিত্যাক্ত অবস্থায় ৯০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।