বন্দরে ২৫ পিছ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদ্দাম গ্রেফতার
13, June, 2016, 12:50:5:AM
স্টাফ রিপোর্টার : বন্দরে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন(২৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাড়ি সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত সাদ্দাম দাসেরগাঁও এলাকার খোরশেদ আলমের ছেলে। এ ব্যাপারে রোববার সকালে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতকে রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানিয়েছে,সে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় শনিবা রাত ১০টায় বাড়ির সামনে অবস্থান করে বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানার সহকারি উপ-পরিদর্শক সাইয়্যাদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তার দেহ তল্লাশী করে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।