পার্বতীপুরে এআরবি ব্রিকস্ এর ড্রাইভারের উপর দূবৃত্তের হামলা ॥ ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই ॥
11, June, 2016, 1:54:49:AM
মোঃ আসাদ্জ্জুামান আসাদ, পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের এআরবি ব্রিকস্ এর ট্রলি ড্রাইভারের উপর দূর্বত্তের হামলা। ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই। ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ই জুন বৃহস্পতিবার রাত্রি ১০টার দিকে এআরবি ব্রিকস এর ট্রলি ড্রাইভার মোঃ আলমগীর হোসেন ও তার সহকারী, আনারুল এবং শরিফুল প্রতিদিনের ন্যায় পাশ্ববর্তী জোৎসনার মোড় থেকে মহাজনের ইটের টাকা কালেকশন করে আসার পথে দূর্বত্তরা হামলা করে এবং টাকা ছিনিয়ে নিয়ে রাম দা, সামুরাই ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেয়। দূর্বত্তদের চিনে ফেলে আলমগীর হোসেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে পুন:বাসন এলাকার লোকজন এসে তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে রাত ১১টা ৩০ মিনিটে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করায়। আহত ট্রলি ড্রাইভার আলমগীর হোসেন বলেন ধুলা উদাল গ্রামের জাকির এর পুত্র মোঃ আনারুল (৩৩), পুন:বাসন এলাকার আব্দুল খালেকের পুত্র মোঃ কাইয়ুম (২৮) ও মফিজের ডাঙ্গার ওসমান গণির পুত্র মোঃ আব্দুল মান্নান (৩৮) ও মান্নানের সোমিলের লেবার মোঃ আমির আলী (২৮) সহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন লোকজন আমাদের পথ রোধ করে সাথে থাকা টাকা ছিনিয়ে নেয় ও এলোপাথাড়ি মারপিট করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। গতকাল শুক্রবার ১০ জুন ফুলবাড়ী হাসপাতলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে মোঃ আলমগীর হোসেনকে। উল্লেখ্য যে, গত ৮ই জুন রাত্রি ১০টার দিকে মফিজের ডাঙ্গা এলাকায় ১টি মটরসাইকেল ছিনতাই হয়।