ঝিনাইদহে মাথায় গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১ !
11, June, 2016, 1:51:41:AM
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের পূবালী ব্যাংকের সিঁড়িতে মাথায় গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় রুবেল আহমেদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুন) ভোরে সদর উপজেলার বেতাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল ঝিনাইদহের ব্যাপারীপাড়ার গোলাম রসুলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ২৯ মে সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের হামদহ এলাকার রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার ফারুক হোসেন পূবালী ব্যাংকে নগদ ১০ লাখ আট হাজার টাকা ও সাড়ে চার লাখ টাকার একটি চেক জমা দিতে আসেন। তিনি সিঁড়ি দিয়ে ব্যাংকে ঢোকার সময় তিন / চারজন দুর্বৃত্ত তার মাথায় গুলি করে সঙ্গে থাকা টাকা ও চেক ছিনতাই করে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই ফিলিং স্টেশনের জিএম নারায়ণ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর অভিযানে নামে পুলিশ। অভিযানের একপর্যায়ে এ ছিনতাইয়ে সংশ্লিষ্টতা পাওয়ায় রুবেলকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহে পোল্ট্রি ফার্মে আগুনে পুড়ে গেছে ৬ হাজার মুরগি ! স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার নিজপুটিয়া গ্রামে একটি পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে মারা গেছে প্রায় ছয় হাজার মুরগি।
বৃহস্পতিবার (৯ জুন) ভোরে ওই গ্রামের মিলনের পোল্ট্রি ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পোল্ট্রি ফামে মালিক সাইফুজ্জামান মিলন জানান, ঝিনাইদহের বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাড়িতে একটি পোল্ট্রি ফার্ম গড়ে তুলি। এ ফামে আয় দিয়ে তার পরিবার জীবিকা নির্বাহ করে আসছিল।
তিনি বলেন, শত্রুতাবশত রাতে তার পোল্ট্রি ফার্মে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। সেহরি শেষে তিনি দেখতে পান পোল্ট্রি ফার্মে আগুন জ্বলছে। এতে পোল্টি ফামে ছোট-বড় ছয় হাজার মুরগি পুড়ে মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ছয় লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানান।