ব্যুুরো প্রধান ময়মনসিংহ :- আজহারুল ইসলাম( ফাহিম) ময়মনসিংহে স্থানীয় সরকার পুরষ্কার পেলেন যারা ময়মনসিংহে স্থানীয় সরকার পুরষ্কার ২০২০ বিতরণ। স্থানীয় সরকারের কার্যকর ও করোনাকালে স্থানীয় পর্যায়ে বিশেষ ভূমিকা রাখায় জেলার ১৬টি ক্যাটাগরিতে ২৫ জনকে স্থানীয় সরকার পুরস্কার প্রদান। শনিবার (১৩ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ পুরষ্কার প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত -সদর উপজেলায় আশরাফ হোসাইন, হালুয়াঘাটে মাহমুদুল হক (সায়েম) গৌরপুরে মোফাজ্জল হোসেন খান। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার সদরে মোঃ সাইফুল ইসলাম, হালুয়াঘাটে মোঃ রেজাউল করিম, ত্রিশালে মোঃ মোস্তাফিজুর রহমান, ভালুকায় সালমা খাতুন, ফুলবাড়িয়ায় আশরাফুল সিদ্দিক, ধোবাউড়ায় রাফিকুজ্জামান, তারাকান্দায় জান্নাতুল ফেরদৌস, ঈশ্বরগঞ্জে মোঃ জাকির হোসেন। বিশেষ সম্মাননায় বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ হরিশংকর দাশ। শ্রেষ্ঠ পৌরসভা হালুয়াঘাট, মেয়র খায়রুল আলম ভূঞা। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সদরের সিরতা ইউনিয়নে আবু সাঈদ ভালুকার রাজৈ ইউনিয়নে নূরল ইসলাম বাদশা, গাজীর ভিটা ইউনিয়নে মোঃ দেয়োয়ার হোসেন, ভালুকা মাইজপাড়া ইউনিয়নে মোঃ ফজলুল হক, ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের মোঃ আনোয়ার পারভেজ। শ্রেষ্ঠ ইউনিয়ন গফরগাওঁয়ের ১৫নং টাংগাব। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সদস্য ফুলপুরের সিংহেরশ্বরের মোঃ শহিদুল ইসলাম, সদরের পরাণগঞ্জের (সংরক্ষিত) রেখা রানী সাহা, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব সদরের খাগডহর ইউনিয়নের এ.এন.এম সাইফুজ্জামান, শ্রেষ্ঠ উদ্যোক্তা ৩নং নান্দাইল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মোঃ জাহাঙ্গীর আলম, ঈশ্বরগঞ্জের ৫নং জাটিয়া ইউনিয়নের খাদিজা, শ্রেষ্ঠ দফাদার নান্দাইলের ৬নং রাজগাতি ইউনিয়নের শ্রী জীবন কুমার রায়, শ্রেষ্ঠা মহল্লাদার গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের খোকন রবিদাস পুরস্কারের ভূষিত হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসন মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি - উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ স্থানীয় সরকার পরিচালক মো.আবদুল আলীম, উপ-পরিচালক এ কে এম গালিভ খান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন (বাবুল) মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম, সহ বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের উপস্থিতিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সম্মাননা পুরষ্কার প্রদান।