আবু ইউসুফ নিজস্ব প্রতিনিধি মানুষ মানুষের জন্য,জিবন জিবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না,ঈদ মানেআনন্দ ঈদ মানে খুশি।সারাবছর যে শিশুরা পথে পথে থাকে,বাজারে বাজারে হতুল তুকায়, সিগন্যালে ‘কিছু লাগবনি স্যার’ বলেই কিছু না কিছু নিয়ে হাত বাড়িয়ে দাঁড়ায় আপনার সামনে আজ তারাও খুশি।তেমনি ভালুকা উপজেলার উথুরা বাজারের পথশিশু মোর্শেদ ও আলাউদ্দীন পাগলা সহ বাজারের কিছু সংখ্যক অসহায় মানুষের ঈদের পোশাক ও খাবার কিনে দিলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন, নিজেদের সাধ্যমতো,বাংলাদেশ মানবাধিকার কমিশন, ভালুকা উপজেলা শাখার সহ-সভাপতি এবং উথুরা স্টুডেন্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা, এস এম ইমাম জাকির হাসান তানিন। জাতি, ধর্ম, বর্ন,গোত্র,দল মত নির্বিশেষে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি যার আনন্দ। এস এম ইমাম জাকির হাসান তানিন বলেন, `আমার কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান এবং আপন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। সারা পৃথিবীজুড়ে যে করোনা সংকট চলছে, এই দুঃসময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আসুন, আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। মানবতার জয় হোক। সবার জন্য ভালোবাসা রয়লো।ঈদের দিন সকালে উথুরা বাজারে ‘ঈদ কেমন করছ’ আট বছরের মোর্শেদের কাছে জানতে চাইলে বলে, ঈদ আবার ক্যামন, এই ঈদে মায়ে বকে না।’ঈদের দিন সকালে মোর্শেদ ঘুরছিল উথুরা বাজারে নতুন জামা পরে।