জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, আমরা সবাই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আমরা সমৃদ্ধ দেশের নাগরিক হতে চাই। এর জন্য সরকারের রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
আজ শুক্রবার দুপুরে খুলনার অভিজাত হোটেলে ২০২১-২০২২ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, করনীতি মো. আলমগীর হোসেন, সদস্য কাষ্টমস নীতি ও আইসিটি সৈয়দ গোলাম কিবরীয়া এবং সদস্য মুসক নীতি মো. মাসুদ সাদিক।